
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ার মাহাবুব মোল্লা নামের এক কিশোরকে অপহরণের পর মুক্তিপণের টাকা নিতে এসে ্র্যাবের হাতে আটক হয়েছে তাফসির হাওলাদার (২৫) নামের এক অপহরণকারী । অপহরণ চক্রের সদস্য আটক তাফসির খুলনা রুপসা সেতুর পাশ্ববর্তী জিন্নাপাড়া মুক্তা কমিশনার কালবার্ড এলকার বাবলু হাওলাদারের ছেলে। পুলিশ ও অপহৃতর পরিবার সূত্রে জানা যায়, উপজেলার নোয়াকাটি এলাকার রোকনুজ্জামান মোল্লার ছেলে মাহাবুব মোল্লা অপহরণ চক্র প্রদত্ত অনলাইনে পাইকারি ও সুলভ মূল্যে হোমিও ওষুধ বিক্রিয় কেন্দ্রের একটি বিজ্ঞাপন দেখে তাদের সাথে যোগাযোগ করে।তারই জের ধরে ঘটনার দিন গত রবিবার সন্ধ্যার পর ওই চক্র তাকে ওষুধ দেয়ার নামে বিভিন্ন কৌশলে একটি নির্জন এলাকায় নিয়ে বেপরোয়া মারপিট করে তার কাছে থাকা ৫ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে নেয়। এরপর তার মোবাইল ফোন দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ডুমুরিয়ার স্কুল শিক্ষক রিয়াজুল ইসলাম জানান রাত অনুমান ৮ টার দিকে অপহৃত মাহাবুব তার মোবাইলে ফোন দিয়ে বলে আমাকে অপহরণ করা হয়েছে। এই মুহূর্তে ৫০ হাজার টাকা না দিলে এরা আমাকে মেরে ফেলবে। এরপর তিনি বিষয়টি খূলনা ্র্যাব- ৬ কে জানালে তারা বিষয়টি আমলে নিয়ে অভিযান চালায়।অভিযান পরিচালনা টিমের সদস্য এস আই কামরুল ইসলাম জানান রাত অনুমান ১০টির দিকে মুক্তিপণের টাকা দেয়ার নামে অপহরণ চক্রের সাথে যোগাযোগের একপর্যায়ে টাকা নিতে আসা তাফসিরকে হাতে নাতে আটক করা হয়। এরপর ওই অপহরণ চক্রের সদস্য তাফসিরের দেয়া তথ্য অনুযায়ী ভোর অনুমান সাড়ে চারটার দিকে অপহৃত মাহাবুবকে উদ্ধার করা হয়।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।

