
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিনের স্বেচ্ছাচারিতা ও বিভিন্ন দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে তার পদত্যাগের দাবিতে উপজেলা নিবার্হী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক স্থানীয় সমাজসেবক জিএম সাইফুল ইসলাম অভিযোগটি দায়ের করেন।ওই অভিযোগে বলা হয়েছে দীর্ঘদিন যাবত গুটুদিয়া ইউনিয়নে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের টিসিবি পন্যের ৪৩টি কার্ডের পণ্য সরিয়ে আত্মসাৎ করে আসছে চেয়ারম্যান। তিনি ক্ষমতার দাপট দেখিয়ে ইউপি সদস্য মঞ্জু রানী মন্ডলের নিকট থেকে কুরবানীর গরু কিনে আজও তার টাকা পরিশোধ করেননি। ইউপি সদস্য মেহেদী হাসান মিন্টুর নিকট থেকে ৩০ হাজার ইট কিনে সেটিও পরিশোধ করেনি। স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার দাপটে ওয়ান পার্সেন্ট এর টাকা বন্টনে তোয়াক্কা করেননি কোন ইউপি সদস্যকে। অবৈধ ওয়ারেশ কায়েম সনদ দিয়ে হাতিয়ে আসছেন লম্বা টাকা। এখানেই শেষ নয়, বিলপাবলা ও পাহাড়পুর মৌজায় একাধিক সরকারী খালে অবৈধ বেড়ীবাঁধ দিয়ে ক্ষমতার অপব্যবহার করে মৎস্য চাষ করে আসছেন তিনি। বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেড লাইসেন্স দেয়ার নামে আদায় করে থাকেন মোটা অংকের টাকা। এছাড়াও অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান শেখ তুহিনুল ইসলাম তুহিন আনিত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন।এ প্রসঙ্গে উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত