
ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৫টায় থুকড়া বাজারের বটমূল চত্ত্বরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে’ শিরোনামে অনুষ্ঠিত বিট পুলিশিং সমাবেশে সভাপতিত্ব করেন রঘুনাথপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক কবির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) হাসিব ইকবাল বলেন, মাদক, নারী ও শিশু নির্যতন, বাল্যবিবাহ, ইভটিজিং, জঙ্গিবাদ নির্মল, চুরি, ছিনতাই, জুয়া-অনলাইন জুয়া, এবং অপমৃত্যু প্রতিরোধে এলাকার সকলকে পুলিশের পাশাপাশি ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি। ওই সচেতনতা মূলক সভায় আরও বক্তব্যদেন, বিএম আবদুল হামিদ, এসএম নুর আহমেদ মুকুল, গাজী মোনায়েম হোসেন, শিক্ষক বিরেশ্বর বৈরাগী, বিমান রায়, ও বিএম কামাল হোসেন, ব্যবসায়ী গাজী রমজান আলী, শাহাবুদ্দিন গাজী, বিএম উসমান প্রমুখ।