ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী বৈঠাহারা মহাশ্মশান মঠ মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও শুরু হয়েছে ৪দিন ব্যাপি ১০তম সার্বজনীন কালী পূজা। আজ রবিবার অনুষ্ঠানের দ্বিতীয় দিন। খরস্রোতা সালতা নদীর তীরে বৈঠাহারা,আধারমানিক,কাঠবুনিয়া,খলশিবুনিয়া,খোরেরাবাদ ও মহাদেবপুর এ চার গ্রামের ভক্তদের আয়োজনে অত্যন্ত জাক জমকপূর্ণ ভাবে এ অনুষ্ঠান উদযাপন করা হয়। অনুষ্ঠান ঘিরে সাজানো হয়েছে রং বেরঙের বৈদ্যুতিক আলোক সজ্জিত তোরণ, বিভিন্ন ধরনের মিষ্টি খাবারের দোকান, কসমেটিক সহ নানাবিধ পসরা সাজিয়েছে দোকানীরা। ইতোমধ্যে বিভিন্ন অঞ্চল থেকে আশ পাশের গ্রামে প্রায় বাড়িতে আত্নীয় স্বজনরা আসতে শুরু করেছে। শনিবার সন্ধ্যায় চন্ডি পাঠ অন্তে রাত্রিব্যাপি কালী পূজা,পূষ্পাঞ্জলি ও হোমাগ্নী প্রদান করা হয়। আজ রবিবার রাতে মা কাত্যায়নি নাট্য সংস্থার আয়োজনে সামাজিক যাত্রাপালা “মা রেখেছি মাইনে করে,বউ রেখেছি পায়ে ধরে।” সোমবার রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট এবং মঙ্গলবার বিকেলে হরিচাদ ঠাকুরের মহোৎসব।
আয়োজক কমিটির সভাপতি সুকৃতি রঞ্জন সরকার, সম্পাদক পতিরাম হালদার ও কোষাধ্যক্ষ আশুতোষ মন্ডল জানান, এবারের অনুষ্ঠান খুবই জাক জমক ভাবে উদযাপিত হবে। অনুষ্ঠানে আগত হিন্দু ধর্মাবলম্বীদের উপস্থিতির পাশাপাশি সকল শ্রেণী পেশার মানুষের সমাগমে এক মিলন মেলায় পরিণত হবে বলে আশা করছি। আইন শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ প্রশাসনের পাশাপাশি আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী সর্বদা কাজ করবে।
ডুমুরিয়ার বৈঠাহারা মহাশ্মশান মঠ মন্দিরে কালী পূজা শুরু
Leave a comment