
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের মোট ২২৭জন ভোটের মধ্যে ২০৮ জন ভোট দেন। নির্বাচনে দুটি প্যানেলের মধ্যে। উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ প্যানেল নিরাঙ্কশ ভাবে জয়লাভ করে। বিজয়ী। – প্রার্থীরা হলেন মোঃ আল মামুন মোল্লা (১২২), জি এম সুলতান আহমেদ (১২১), মোঃ আল আমিন সরদার (১১৭), শেখ আমজাদ হোসেন (১১৩) এবং সংরক্ষিত মহিলা প্রতিনিধি হিসেবে বিউটি খাতুন পান (১২৯) ভোট। নির্বাচনে পরাজিত প্যানেলের প্রার্থীদের মধ্যে এফ এম আল হেলাল পান (৬৯) ভোট, আছাবুর রহমান মোল্লা (৬৮), মোঃ নাছিম উদ্দিন (৬৪), মোঃ তিক শাহ আলম (৬১) ও সংরক্ষিত মহিলা প্রার্থী শেখ দবস ক্ষ্যে টায় এক আছে। নিশাত সুলতানা পান (৬৫) ভোট। এছাড়া পুরুষ ২৪টি এবং মহিলা ১৪টি ভোট বাতিল বলে ঘোষণা করেন। ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্র নাথ সাহা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রাপ্ত) গাজী এজাজ আহমেদ, প্রধান শিক্ষক জি এম বক্তব্য রম্যান াস্থ্য ও হাসান, ঘ. শেখ বারম্যান নাজমুল আলম, রঘুনাথপুর ক্যাম্পের এস আই সুকান্ত কর্মকার। ফলাফল ঘোষণার পর শাহপুর বাজারে একটি আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, মেজবাউল আলম টুটুল, গাজী আব্দুল হক, জিল্লুর রহমান প্রমুখ।।