ডুমুরিয়া প্রতিনিধি : জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। জেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নির্বাচনে প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিভিন্ন ক্যাটাগরিতে ডুমুরিয়া উপজেলা নির্বাহী আফিসার শরীফ আসিফ রহমান নির্বাচিত হওয়ায় ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তর ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পরিবার অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
জানা গেছে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার গুনগত মান, শিক্ষকদের পাঠদান, শিক্ষার উন্নয়নে ভূমিকা বিদ্যালয়ের উন্নয়নে পরিকল্পনা, কমিটির কার্যক্রম তদারকি, উপজেলার শিক্ষা বিস্তারে ভূমিকা, ও মনিটোরিং ব্যবস্থা উন্নয়ন এবং সার্বিকভাবে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আবদানে রাখার বিষয়ে অর্ন্তভূক্ত বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়েছে।