
জন্মভূমি ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১০টায় ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সাবেক মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নারায়ণ চন্দ্র চন্দ এমপি। সভায় বক্তব্যদেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল ও আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, জেলা আওয়ামী লীগের মোকলেছুর রহমান বাবলু। অনুষ্ঠানে নির্বাচন বিষয়ক মুল বিষয়বস্তু তুলে ধরেন পরিচালনা কমিটির আঞ্চলিক সমন্বয়ক আরিফুল ইসলাম আরিফ। উপজেলা আওয়ামী লীগের শাহনাওয়াজ হোসেন জোয়ার্দ্দারের সঞ্চলনায় সভায় আরও বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সরদার আবু সাঈদ, বিমল কৃষ্ণ বসাক, এম এম সুলতান আহমেদ, খান আবু বক্কার, প্রভাষক জি এম ফারুক হোসেন, কাজী আলমগীর হোসেন, মোল্ল্যা সোহেল রানা, মোল্ল্যা জাহিদুল ইসলাম, খান শাকুর উদ্দিন, চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, শেখ আব্দুল কুদ্দুছ, শোভা রানী হালদার, শীলা রানী মন্ডল, হাসনা হেনা, শারমীনা পারভীন রুমা, যুবলীগের প্রভাষক গোবিন্দ ঘোষ, এ্যাড. আশরাফুল আলম, শেখ ইকবাল হোসেন, কৃষক লীগের অরিন্দম মল্লিক, ছাত্রলীগের খান আবুল বাশার ও শেখ মাসুদ রানা প্রমুখ।