শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : ১লা জানুয়ারি বুধবার সকালে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন কে ইংরেজি নববর্ষ এর শুভেচ্ছা জানিয়েছেন ডুমুরিয়া মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিনকে ১ জানুয়ারি ২০২৫ নুতন বছরের শুভেচ্ছা জ্ঞাপন ।
ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন।
এ নববর্ষ উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলাসহ দেশ বিদেশের অবস্থানরত সকল মানবের মাঝে নতুন বছর কে স্বাগত জানিয়ে সেই সাথে দোয়া কামনা করেন।সবার জীবনে নববর্ষ অনাবিল আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। শুভ নববর্ষ।
অতীতকে পেছনে ফেলে সময়ের চিরায়ত আবর্তনে খ্রিষ্টীয় নববর্ষ নতুন বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত। পুরোনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাগ এ নববর্ষ।
রাষ্ট্র ও সমাজ গঠনে, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করতে হবে সকলকে আমাদেরকে । আমরা এমন একটি জাতি নির্মাণের প্রত্যাশা করবো, যেখানে প্রত্যেক নাগরিকই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকের কণ্ঠ থাক স্বাধীন।’ দেশবাসীকে জানাই,আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।
আশা করি, “২০২৪’ খ্রি: হারানো সৃতি মাথায় রেখে “২০২৫’ খ্রি: আমাদের সকলের জন্য সুখ, শান্তি, সমৃদ্ধি এবং উন্নতির বছর বয়ে আনবে । এসময় উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুর রহমান,সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, ডুমুরিয়া উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ বাইজিদ,
দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাস, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, বীর মুক্তিযোদ্ধা সন্তান শিক্ষক রাকিবুজ্জান, সহ আরো অনেক।