শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : সোমবার ১৮নভেম্বর সকল ১১টায় ডুমুরিয়া আটলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রানা,চুকনগর বাজার নির্বাচন পরিচালনা রিটার্নিং অফিসার ডুমুরিয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, ডুমুরিয়া উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ডুমুরিয়া উপজেলা শাখার আমীর মুখতার হুসাইন,বিএনপির নেতা সরদার দৌলত হোসেন,ইউপি সদস্য আব্দুস সালাম, হাবিবুর রহমান হবি,
বাজার কমিটির সভাপতি পদ প্রার্থী সাংবাদিক এস এম রুহুল আমিন,
মোঃ সাহিদুল ইসলাম, মোঃ সেলিম মোড়ল , সাধারণ সম্পাদক পদ প্রার্থী সরদার বিল্লাল হোসেন, আবু কালাম মিথু,সহ অনেকেই
গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, নির্বাচনী অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তি, প্রার্থী বা রাজনৈতিক দলকে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে। কমিশন সংশ্লিষ্ট ব্যক্তি বা দলকে ২০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা জরিমানা করতে পারে বা প্রার্থিতা বাতিল করতে পারে।
অন্যদিকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থী বা প্রার্থীর পক্ষে কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা এবং রাজনৈতিক দল কোনো বিধান লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা। মূলত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এটি করে থাকেন।
চুকনগর বাজার নির্বাচন কোন আচরণ বিধি লঙ্ঘন দেখতে চায় না।
একটি সুষ্ঠু নির্দলীয় নিরপক্ষ একটি মডেল নির্বাচন দেখতে চাই যদি কেউ নির্বাচন নিয়ে কোন রকম আচরণবিধি লংঘন করেন তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডুমুরিয়া চুকনগর জমে উঠেছে ঐতিহ্য বাহী চুকনগর বাজার বণিক সমিতির নির্বাচন
আগামী ২৩ নভেম্বর (শনিবার) বহুল আলোচিত এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন দীর্ঘদিন পর এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তাদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যারা কাজ করতে পারবেন এমন প্রার্থীদের তারা ভোট দেবেন বলে জানান।
এবারের নির্বাচনে প্রবীন প্রার্থীদের সাথে পাল্লা দিয়ে নবীন প্রার্থীরাও অংশ নিচ্ছেন ভোটের লড়াইয়ে। নির্বাচনের বৈতরনী পার হতে নানা কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রার্থীরা। অনেকেই বাজারের উন্নয়ন এবং ব্যবসায়ীদের সুবিধা দেবার প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন।
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ইতোমধ্যেই সব ধরনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ঐতিহ্যবাহী চুকনগর বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা। ওইদিন সঠিক সময় ও পরিবেশ বজায় রেখে ভোটগ্রহন করা হবে বলে জানান তারা।
দ্বি-বার্ষিক এ নির্বাচনে ১৪ শত ৬০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। দুর্নীতিমুক্ত এবং বাজারের ব্যবসায়ীদের স্বার্থে নতুন কমিটি কাজ করবেন এমন প্রত্যাশা করছেন বাজারের ব্যবসায়ীরা।
১৫টি পদের জন্য ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং তারা নির্বাচন করছেন।
ডুমুরিয়া চুকনগর বাজার কমিটির নির্বাচন সম্পর্কে আলোচনা সভা
Leave a comment