শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : ডুমুরিয়া উপজেলার চন্ডিপুর ঘোষপাড়ার অধিকাংশ গরু খামারী ও দুধ উৎপাদকরা দীর্ঘ বছর ধরে নকল দুষ তৈরি করে বাজারজাত করে আসছে। নকল ও ভেজাল গরুর দুধ বাজারজাত হওয়ায় নানাভাবে তার বিরূপ প্রভাব পড়ছে। সংশ্লিষ্ট প্রশাসন এই অপকর্মের বিরুদ্ধে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে অপরাধীনের জেল-জরিমানা করছেন। তারপরও থেমে নেই অসাধু চক্রের ভেজাল ও নকল ক্রিম তৈরি করায়
ডুমুরিয়ার চন্ডিপুর গ্রামের সুবীর ঘোষ'র বিরুদ্ধে ভেজাল ও নকল দুধ তৈরি বিষয়ে পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করায় তালা ও ডুমুরিয়া উপজেলায় কর্মরত দু' সংবাদকর্মীর ওপর হামলা চালানো হয়েছে।
ভেজাল দুধ ব্যবসায়ী সুবীর ঘোষ ও তার ভাড়াটিয়া দুর্বৃত্তরা সংবাদকর্মী শেখ আব্দুল মজিদ ও আরিফ বিল্লাহ'র ওপর হামলা চালায়। সে সময় এলাকার মানুষ এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। আহত সাংবাদিক শেখ আব্দুল মজিদ ডুমুরিয়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক যশোর প্রতিকার প্রতিনিধি এবং আরিফ বিল্লাহ আলা রিপোর্টার্স ক্লাবের সদস্য এবং দৈনিক রুপান্তর প্রতিদিন পত্রিকার প্রতিনিধি। সাংবাদিক আব্দুল মজিদ জানান, তালা
উপজেলার জেয়ালা ঘোষপাড়া
এবং সিমান্তবর্তী ডুমুরিয়া উপজেলার চন্ডিপুর গ্রামের অধিকাংশ দুধ বাবসায়ী দীর্ঘদিন খতে ভেজাল ও নকল দুধ তৈরি করে বাজারজাত করে আনছে। এনিয়ে বিভিন্ন সময়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় এবং প্রশাষন অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আসলতের মাধ্যমে অপরাধীদের জেল ও জরিমানা করেন। কিন্তু এরপরও থেমে নেই আদের ভেজাল ও নকল দুধ তৈরি ব্যবসা। সম্মাতি চণ্ডিপুর গ্রামের গরুণর ভেজাল ও নকল দুধ তৈরির মাস্টারমাইন্ড সুবীর ঘোষ’র বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এতে ফুল হয়ে ২৬ ডিসেম্বর রাতে তালার শেখেরহাট বাজারে পেয়ে সুবীর ঘোষের নেতৃত্বে চণ্ডিপুর গ্রামের মৃত জিল্লুর গান’র ছেলে জাহিদুল ইসলামসহ ৪/৫ জন সন্ত্রাসী সাংবাদিক আব্দুল মজিদ ও আরিফ বিল্লাহ’র ওপর হামলা চালায়। এ ঘটনায় আহত দু’জন সাংবাদিকের পক্ষে আব্দুল মজিদ তালা থানায় প্রাথমিক পর্যায়ে ভিডি (১১১৯/২৪) করেছেন। ঘোষ এবং সন্ত্রাসী জাহিদুলসহ চিহ্নিত
সন্ত্রাসীরা দু’সাংবাদিককে নানাবিধ হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনসহ ডুমুরিয়া সকল সাংবাদিকবৃনদ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত