শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : ডুমুরিয়াপ্রেসক্লাবেরবাৎসরিক সাধারণ সভা শনিবার সকালে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়াপ্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীরআলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জমাসুদ রানা। সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেনের সঞ্চালনায়অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাবেক সভাপতি কাজী আবদুল্লাহ, জি এম আবদুসসালাম, আনোয়ার হোসেন আকুঞ্জী, মোঃবিলায়েত হোসেন, আব্দুররশিদএলিন, সাব্বির খান ডালিম, জাহিদুর রহমান বিপ্লব, আব্দুররশিদবাচ্চু, শেখ আব্দুল মজিদ, আব্দুল লতিফ মোড়ল, এস এম হাবিবুর রহমান, ইলিয়াস হুসাইন, বাবুল সরদার, আশরাফুলআলম, এম এ মজিদ, গাজী আতিয়ার রহমান, এস এম মাহবুবআলম, শেখ সিরাজুল ইসলাম, এস রফিকুল ইসলাম, অরুন দেবনাথ, সুব্রত কুমার ফৌজদার, আক্তারুজ্জামানলিটন, জাহাঙ্গীরআলম মুকুল, খান মহিদুল ইসলাম, মোঃ মোক্তার হোসেন, খান আরিফুজ্জামান নয়ন, শেখ আব্দুসসালাম, সুজিত মল্লিক, সুমনব্রম্ম, এস কে বাপ্পী, মিঠুন মন্ডল, দীপ্তিমান রায় বাপ্পী, এফ এম মনির, সেলিমআবেদ, গাজী সোহেলআহম্মেদ, এস এম ফরিদুল ইসলাম, জাহিদ হোসেন সোহেল প্রমুখ। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, সমাজের অসংগতি তুলে ধরে সমাজকে বির্নিমানে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে বেশি। তিনি সকল সাংবাদিককে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।