প্রেস বিজ্ঞপ্তি:
“আমি আপনাদেরই একজন। ব্যবসায়ী সমাজ, শ্রমজীবী মানুষ এবং সাধারণ জনগণের অধিকার রক্ষাই আমার রাজনীতির মূল লক্ষ্য। খুলনা-৫ আসনকে একটি উন্নত, দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ অঞ্চলে রূপান্তর করতে হলে আপনাদের সম্মিলিত সমর্থন প্রয়োজন।”
শুক্রবার (২৩ জানুয়ারি) খর্নিয়া বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে পালপাড়া রাধা গোবিন্দ মন্দিরে স্থানীয়দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৫ আসনের বিএনপি প্রার্থী আলি আসগার লবি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, নির্বাচিত হলে ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি, বাজার ব্যবস্থাপনার আধুনিকায়ন, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তরুণদের কর্মসংস্থানের লক্ষ্যে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি বলেন, অতীতে যখনই সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে, তখনই বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। এবারও ইনশাআল্লাহ একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসে মানুষের স্বপ্ন পূরণ করবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, আবুল হোসেন সরদার, শেখ শহিনুর রহমান, শফিকুল ইসলাম জোয়ার্দ্দার, শেখ আশরাফ হোসেন, শেখ রেজওয়ান হোসেন, শেখ আব্দুল মান্নান, বিএনপি নেতা শেখ ইকবাল হোসেন, কাজী মিজানুর রহমান, রফিকুল ইসলাম শুকুর, শেখ আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন খোকা, শেখ আনোয়ার হোসেন, ফখরুল ইসলাম, মোহাম্মদ আলী, চয়ন শরীফ, শাহেদ আহমেদ, বাপ্পি পলাশ, মোল্লা সুলাইমান হোসেন, শেখ নাসির উদ্দিন, আলমগীর হোসেন, সাইফুল্লাহ তারেকসহ অনেকে।
এসময় আলি আসগার লবির সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে উপস্থিতরা নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন এবং তার প্রতি সমর্থন ব্যক্ত করেন।
বিএনপির প্রার্থী আলি আসগার লবির এই সভায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সভাকে ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও সমর্থন লক্ষ্য করা যায়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি প্রার্থী আলি আসগার লবির নির্বাচনী প্রচারণা দিন দিন আরও বেগবান হচ্ছে। ধারাবাহিক গণসংযোগ ও মতবিনিময় সভার মাধ্যমে তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত