
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া : খুলনার ডুমুরিয়া বাজারের? শুধু ফুটপাত নয়, দখল হয়েছে সড়কের অংশ। এমন অবস্থা খুলনা সাতক্ষীরা ডুমুরিয়া বাসষ্টাড ডুমুরিয়া বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। ফলে সড়কে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারীদের। এই দুর্ভোগের শিকার হচ্ছেন চলাচলরত ভ্যান, অটোরিক্সার যাত্রীদের। বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাতে ব্যবসায়ীদের দোকানের কারণে বাধ্য হয়ে মানুষকে সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা ঘটে চলেছে।
গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাত দখল করে হকাররা বসিয়েছেন দোকান। হকারদের পাশাপাশি সড়কের পাশের দোকান মালিকরাও নিজেদের পণ্য সাজিয়ে রেখেছেন ফুটপাতে। ফলে বন্ধ হয়ে গেছে ফুটপাত। এ নিয়ে কথা বলতে গেলেই হকারদের দুব্যবহারের শিকার হন পথচারীরা। শুধু তাই নয়, ফুটপাতেরএসব দোকানগুলোর সামনে ভ্যান বা মোটরসাইকেল বাখ্যা নিয়ে বাকবিতান্ডার মতো ঘটনা ঘটে।
ঘুরে দেখা গেছে, ডুমুরিয়া মহিলা স্মৃতি মহাবিদ্যালয়ের থেকে ডুমুরিয়া কলেজ হাসপাতালের সামনের সড়কের পাশের ফুটপাতে গড়ে উঠেছে। সেখানে বিভিন্ন পণ্যের ভ্রাম্যমাণ দোকান দিয়েছে ব্যবসায়ীরা। এ পর্যন্ত সড়কের একপাশের পুরো ফুটপাত দখল করেছে ভাঙ্গাড়ি ব্যবসায়ীরা। এই ব্যবসায়ীরা রিতিমতো তাদের মালামাল ফুটপাতের উপরে সাজিয়ে রেখেন।
এছাড়া কালি বাড়ি মাঝে মোড় সড়কের দুপাশের ফুটপাত দখল করে দোকান দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই এলাকায় সড়কের ধারে ভ্রামম্যাণ দোকান পেতে বসেছে ব্যবসায়ীরা।বিভিন্ন পণ্য বিক্রির জন্য দিনভর থাকে দোকানগুলো। পথচারী আব্দুর রহমান বলেন, মানুষের হাঁটার জন্য আর ফুটপাত নেই। সব গুরুত্বপূর্ণ সড়কের ফুটপাতের ব্যবসায়ীদের দখলে চলে গেছে। ফুটপাত ধরে চলাচলের রাস্তা বন্ধ হয়ে গেছে। ফুটপাত দিয়ে হাঁটা যায় না। সড়ক দিয়ে হাঁটতে মানা।
এছাড়া সড়ক দিয়ে হাটায় দুর্ঘটনার ঝুঁকি থাকে। উপাই নেই ফুটপাতের উপরের বিভিন্ন দোকানের ফাঁক- ফকর দিয়ে চলাচল করতে হচ্ছে। ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা অনেক বার মিটিংয় তোলা হলেও প্রশাসন কোন উদ্যোগ গ্রহণ করেনি। উপজেলা প্রশাসনকে উদ্যাগ নিতে হবে। বাজারের ব্যবসায়ী ইমন খান বলেন, ডুমুরিয়া ফল মার্কেট চাইলে ফুটপাত দখলমুক্ত করে দিতে পারে। কিন্তু সেটা করা হচ্ছে না।
এখনও ডুমুরিয়া উপজেলা নবগত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন বলেন ফুটপাত দখল মুক্ত হবে। আবার হঠাৎ করে এই ছোট ব্যবসায়ীদের তুলে দিলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়বে। তাই ফুটপাতের এই ব্যবসায়ীদের পক্ষ থেকে নির্দিষ্ট জায়গা করে দেওয়া উচিত।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ব্যবসায়ী বলেন, তাদের ছোট ব্যবসা। কোনমতে সংসার চলে। দোকান ভাড়া নেওয়ার মতো টাকা নেয় তাদের। এছাড়া তাদের ব্যবসা ফুটপাতকেন্দ্রিক। ফুটপাতের এসব দোকানগুলো থেকে মানুষ অল্প দামে জিনিস কেনে।
তারা জানান, তাদের দোকানের কারণে পথচারীদের সমস্যা হচ্ছে। তবুও পেটের তাগিদে ফুটপাতে ব্যবসা করতে হচ্ছে তাদের। ডুমুরিয়া বাজারে কয়েক জন,ফল ব্যাবসায়ী ফুটপথ দখল করে নিয়েছে। ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি দেখবেন।
উল্লেখ্য ডুমুরিয়া বাজারের সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে দোকানপাট বসিয়েছেন হকাররা। সাধারণ মানুষ ও পথচারীদের বাধ্য হয়ে ফুটপাত ছেড়ে সড়কের পাশ দিয়ে ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। এতে শহরের বিভি- ন্ন সড়কে সব সময় সৃষ্টি হচ্ছে যানজট।পথচারীরা জানিয়েছেন দুই মিনিটের রাস্তা পার হতে সময় লাগছে ২০ মিনিট। রাস্তর ২পাশে কাঁচা মালের বাজার বসার কারনে মানুষের দুর্ভোগ বেড়ে চলছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের উদ্ধতন কর্তৃপক্ষ আশু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া জন্য জোর দাবী জানিয়েছেন ডুমুরিয়া এলাকার সচেতন মহল।
উল্লেখ্য ডুমুরিয়া বাজারে ছোট রাস্তা আরও ছোট হতে চলেছে অবৈধ ফুটপাত দখলদারদের কারণে। ডুমুরিয়া বাজারের কংক্রিটের রাস্তাটা প্রায় ১২ফুট চওড়া। এমনিতে কোনও প্রাইভেটকার বাজারের মধ্যে ঢুকলেই যানজট আরম্ভ হয়। তার উপরে কতিপয় দোকানদাররা তাদের একটা শাটার এবং ফুটপাতের রাস্তা দোকানদারদের কাছে ভাড়া দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। যার ফলে অনেক স্থায়ী দোকানদার ক্ষতিগ্রস্ত হচ্ছে। ডুমুরিয়া বাজারের ব্যস্ততম রাস্তা ফল মার্কেট থেকে দুধ বাজার,মাছ পট্টি,টলার ঘাট যাতায়াতের রাস্তা অবৈধ ভাবে দখল করে রমরমা ব্যবসা পরিচালনা করেছেন।ডুমুরিয়া বাজার কমিটির দায়িত্বহীনতা এবং অবৈধ ফুটপাত দখল কারীদের কারণে বাজারের এই ব্যস্ততম রাস্তাটি সব সময় যানজট লেগে থাকে। দোকানের সামনে চেয়ার টেবিল, ঝুড়িডালা মেলে ফুটপাত দখল করে ব্যবসা করছে অবৈধভাবে। বাজারের ব্যবসায়ীরা বাজার কমিটি কে বিষয়টি বারবার জানালেও বাজার কমিটি কোন রকম ব্যবস্থা গ্রহণ করে নাই বরং বাজার কমিটি শুধু মাসিক চাঁদা নেওয়ার জন্য ব্যস্ত থাকে। বাজারের এই ছোট রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকের চলাফেরা, তার উপর ছোট রাস্তা দিয়ে ঘোড়ার গাড়ি, নসিমন, করিমন, ট্রাক, অনিয়মতান্ত্রিকভাবে প্রতিদিন চলাচল করছে। এমতাবস্থায় জনসাধারণের চলাচল চরম ভাবে বিঘ্নিত হচ্ছে। এ ব্যাপারে বাজার ব্যবসায়ীরা জানান এক শ্রেণি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছে।এ সকল অবৈধ দখলদারদের সকালে উচ্ছেদ করলে সন্ধ্যায় আবার তাদের ব্যবসা রমরমা হয়ে উঠছে। বাজারের ব্যবসায়ীদের দাবি যেসব দোকানদাররা এই ধরনের অবৈধ দোকান ভাড়া দিয়ে খাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরী। আমরা বাজার ব্যবসায়ীরা বাজারে অবৈধ ফুটপাত দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত