জন্মভূমি ডেস্ক : ডেঙ্গু পরস্থিতি ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। আক্রান্তের হার বাড়ার পাশাপাশি দীর্ঘ হচ্ছে মৃতের সংখ্যা। এই তালিকায় নাম উঠল এইচএসসি পরীক্ষার্থী এবং তরুণ অভিনেত্রী নিশাত আরা আলভিদার।
জানা গেছে, চারদিন আগে জ্বরে আক্রান্ত হন নিশাত। পরিস্থিতি খারাপ হলে যান হাসপাতালে। হাসপাতালে থাকাকালীন প্রথমে তার শরীরে প্লাটিলেট কমতে থাকে। একদিন পর প্লাটিলেট বাড়তে থাকলে বাসায় ফিরে আসেন তিনি। কিন্তু বাসায় ফেরার পর মারা যান অভিনেত্রী।
এ প্রসঙ্গে নিশাতের বন্ধু হৃদয় সংবাদমাধ্যমকে বলেন, ‘গত বুধবার সে হাসপাতাল থেকে বাসায় আসে। তখন সে অনেকটাই সুস্থ। অনেক সময় ধরে তার সঙ্গে কথা হলো। তার কিছুটা মন খারাপ ছিল। কারণ, আমরা একসঙ্গে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলাম। ও ঢাকায়, আমি নাটোরে। সর্বশেষ সে অ্যাকাউন্টিং পরীক্ষা দিয়েছে। জানতে চেয়েছিলাম, পরীক্ষা কেমন হয়েছে? সে শুধু বলেছিল খারাপ হয়েছিল। পরীক্ষার পর মন খারাপ করে কেঁদেছিল। এরপর আর কোনো পরীক্ষা দিতে পারেনি। এর মধ্যে দুপুরের দিকে শুনি, সে মারা গেছে।’
নাটরের মেয়ে নিশাত। এসএসসির পর চলে আসেন ঢাকায়। স্বপ্ন ছিল বড় তারকা হবেন। সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছিলেন। কাজ করছিলেন নাটকে। কিন্তু বড় তারকা হওয়া হলো না নিশাতের। ডেঙ্গুর কাছে হেরে চলে যেতে হলো।