
ক্রীড়া প্রতিবেদক : ভারতের ব্যাটিং সেনসেশন শুবমান গিল। তাকে নিয়ে বিশ্বকাপের শুরুতে ধাক্কা খেলো স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে তাকে সম্ভবত দলে পাচ্ছে না দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন গিল। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে দেখা যাবে ইশান কিষাণকে। আরেকজন বিকল্প হচ্ছেন লোকেশ রাহুল।
বুধবার ও বৃহস্পতিবার এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ট্রেনিং সেশনে দেখা যায়নি গিলকে। ধারণা করা হচ্ছিল, ছোটখাটো ফ্লুতে আক্রান্ত তিনি।
বিসিসিআই সূত্র বলছে, ‘গিল অসুস্থ। মেডিক্যাল টিম কাছ থেকে তাকে পর্যবেক্ষণ করছে। আমরা আশা করি তিনি দ্রুত সেরে উঠবেন।’
গিলকে না পাওয়া ভারতের জন্য বিরাট ধাক্কা। কারণ এই ব্যাটার ওয়ানডেতে রীতিমতো উড়ছেন। এই বছর সবচেয়ে বেশি ১২৩০ ওয়ানডে রান করেছেন তিনি, গড় ৭২.৩৫ ও স্ট্রাইক রেট ১০৫.০৩। শেষ চার ওয়ানডেতে তিনি দুটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি হাঁকান, যার মধ্যে দুটি অস্ট্রেলিয়ার বিপক্ষে।
গিলের স্থলাভিষিক্ত হিসেবে সবচেয়ে এগিয়ে কিষাণ। এই বছর পাঁচ ওয়ানডেতে ওপেনিং করে তিনটি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে করেন ৮২ রান। আর রাহুল শেষবার ওপেনিং করেছেনন ২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে। ওয়ানডেতে ২৩ বার ওপেনিং করে রাহুল ৪৩.৫৭ গড়ে ৯১৫ রান করেছেন।