জন্মভূমি ডেস্ক : দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল। একই সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যা। ডেঙ্গু আক্রান্ত হয়ে শুক্রবার সকাল 8টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৪ জন। এ নিয়ে চলতি মাসের ১৫ দিনে ডেঙ্গুতে মোট ৮৪ জনের মৃত্যু এবং ১৫ হাজার ৭৮৪ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৩৯৯ জনে এবং মোট আক্রান্ত হলো ৭৭ হাজার ৬০১ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, চট্টগ্রাম বিভাগে ৬১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৩৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৪ জন, খুলনা বিভাগে ৫৬ জন, ময়মনসিংহ বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগে ৬৬ জন, রংপুর বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন রোগী ভর্তি রয়েছেন।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪ হাজার ৭৭ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি এক হাজার ৭৮২ জন এবং ঢাকার বাইরে রয়েছেন ২ হাজার ২৯৫ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৩১ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত জুলাই মাসে আক্রান্ত ছিলেন ২৬৬৯ জন, মারা গেছেন ১৪ জন। আগস্টে মোট আক্রান্ত হয়েছিলেন ৬ হাজার ৫২১ জন এবং মোট মৃত্যু হয়েছিল ২৭ জনের। সেপ্টেম্বর মাসে মোট আক্রান্ত ১৮ হাজার ৯৭, মারা যান ৮০ জন। একইভাবে অক্টোবর মাসে মোট আক্রান্ত হন ৩০ হাজার ৮৭৯ জন এবং মোট মৃত্যু হয় ১৩৪ জনের।