
বিজ্ঞপ্তি : শহরের হাসপাতালগুলোতে হঠাধৎ ডেঙ্গুতে আক্রান্ত রোগী বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিতে খুলনা সিটি কর্পোরেশনকে দ্রুত ড্রেন, কালভার্ট, জলাশয় চিহ্নিত করে মশার প্রজনন স্থান ধ্বংস, এডিস মশার লাভা নির্মূলসহ পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে মশক নিধনে ফগার মেশিন ব্যবহারসহ ব্যাপক ভূমিকা রাখার আহবান জানান। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরকে সরকারি, বে-সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের জরুরী সেবা প্রদানে নির্দেশনা প্রদানের অনুরোধ জানান। এছাড়া নগরবাসীদের ডেঙ্গু প্রতিরোধে সতর্কতা অবলম্বনের পাশাপাশি পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখার বিশেষ অনুরোধ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, মোঃ নিজামউর রহমান লালু, শাহীন জামাল পন এ্যাড. কুদরত-ই-খুদা, মিজানুর রহমান বাবু, অধ্যাপক মোঃ আবুল বাসার, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, জোবায়ের আহমদ খান জবা, চৌধুরী মোঃ রায়হান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা বদিয়ার রহমান, মামনুরা জাকির খুকুমনি, মোঃ মনিরুজ্জামান রহিম, এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, শেখ হাসান ইফতেখার চালু, মীর বরকত আলী, মিজানুর রহমান জিয়া, মিনা আজিজুর রহমান, শেখ মোশাররফ হোসেন, মোঃ মনিরুল ইসলাম মাস্টার, মফিদুল ইসলাম টুটুল, এস এম আকতার উদ্দিন পান্নু, মোঃ খলিলুর রহমান, শেখ আবিদ উল্লাহ্, সৈয়দ এনামুল হাসান ডায়মন্ড, মোল্লা মারুফ রশীদ, অধ্যাপক মোঃ আযম খান, মোঃ আব্দুস সালাম প্রমুখ।