
চুলকাটি অফিস : বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য বিদায়ী পরীক্ষার্থী রাখালগাছি গ্রামের গৌতম দেবনাথের একমাত্র পুত্র বিজয় দেবনাথ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। সে এবারের এসএসসি পরীক্ষায় ৪.০৩ পয়েন্ট নিয়ে পাশ করে।
এ ব্যাপারে সৈয়দপুর স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শক্তি নারায়ন দাস জানান, বিজয় কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল। গত মঙ্গলবার বিকাল ৩টায় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যুবরণ করে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিজয় দেবনাথ পরিবারের একমাত্র ছেলে। এ বছর এসএসসি পরীক্ষায় ৪.০৩ পয়েন্ট পেয়েছে। তার এই আকস্মিক মৃত্যুতে স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান, শিক্ষকবৃন্দ ও স্কুল ম্যানেজিং কমিটির কর্মকর্তারা তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। মেধাবী এই স্কুল ছাত্রের মৃত্যুতে সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীর পরিবারে ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।