
জন্মভূমি ডেস্ক : চাঁদপুর শহরে ৩০০ টাকার ডেঙ্গু পরীক্ষার ফি ১২০০ টাকা নেওয়ার দায়ে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
নূর হোসেন রুবেল ঢাকা পোস্টকে জানান, আজ চাঁদপুর শহরের ছায়াবাণী মোড়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ফি আদায় করার দায়ে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, ডেঙ্গু টেস্ট এনএস ওয়ান, আইজিজি ও আইজিএম পরীক্ষার সরকারি ফি ৩০০ টাকা। সিবিসি পরীক্ষার ফি ৪০০ টাকা কিন্তু নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ রোগীদের কাছ থেকে এসব টেস্টের জন্য ৭০০ থেকে ১২০০ টাকা করে আদায় করেন। এ ছাড়াও প্রতিষ্ঠানটিতে প্রচুর পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় যায়। তাই এ জরিমানা করা হয়।