
ক্রীড়া প্রতিবেদক : নারী বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। সোমবার সিডনি স্টেডিয়ামে স্বাগতিক মেয়েরা ২-০ গোলে ডেনমার্ককে হারিয়ে চতুর্থবারের মতো জায়গা করে নিয়েছে শেষ আটে। অস্ট্রেলিয়া এর আগে ২০০৭, ২০১১ ও ২০১৫ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছিল।
ঘরের মাঠে ফেবারিটদের মতো খেলেই অস্ট্রেলিয়ার মেয়েরা টিকে রইলো লড়াইয়ে। এবারের বিশ্বকাপ থেকে জায়ান্টরা আগেই বিদায় নিয়েছে। ব্রাজিল বিদায় নিয়েছে, জার্মানি বিদায় নিয়েছে। বিদায় নিয়েছে সর্বাধিক চারবার চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রও। বিশ্বকাপ জেতা দলের মধ্যে এখন কেবল টিকে আছে জাপান। এশিয়ার দেশটি সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।
অস্ট্রেলিয়া দুই অর্ধে দুটি গোল করে হারিয়েছে ডেনমার্ককে। ২৯ মিনিটে গোল করে দলকে লিড এনে দিয়েছিলেন জাদে ফোর্ড। ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমা রাসো।
আজ শেষ ষোলোর দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। কলম্বিয়া খেলবে জ্যামাইকার বিপক্ষে এবং ফ্রান্স মুখোমুখি হবে মরক্কোর। ১১ আগস্ট শুরু হবে কোয়ার্টার ফাইনালের খেলা।