জন্মভ‚মি ডেস্ক
অর্থ আত্মসাৎ ও টাকা পাচারসহ নানা অনিয়মের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস-সহ গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুদক।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
তিনি আরও জানান, প্রায় ৩ হাজার কোটি টাকা পাচারের জন্য বিভিন্ন সহযোগী সংগঠনে স্থানান্তরের অভিযোগ রয়েছে গ্রামীণ টেলিকমের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে।
এরআগে শ্রমিকেদের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তদন্তে দুদকে আনুষ্ঠানিক চিঠি দেয় শ্রম মন্ত্রণালয়ের অধীনস্ত প্রতিষ্ঠান কলকারখানা ও প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তর।
অভিযোগে বলা হয়, ১৯৯৬ সাল থেকে গ্রামীণ টেলিকমের যে সব লেনদেন হয়েছে, তার বেশিরভাই সন্দেহজনক।
ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
Leave a comment