
বিজ্ঞপ্তি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জামাতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রখ্যাত পরমানু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে মহানগর আওয়ামী লীগ। ১৪তম মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার বাদ আছর দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, কাজী এনায়েত হোসেন, মল্লিক আবিদ হোসেন কবির, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, অধ্যা. আলমগীর কবির, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এড. মো. সাইফুল ইসলাম, এস এম আকিল উদ্দিন, মো. সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল, বাবুল সরদার বাদল, শেখ আব্দুল আজিজ, শেখ জাহিদুল ইসলাম, কবির পাঠান, মো. শহীদুল হাসান, জহির আব্বাস, ইবনুল হাসান, মাহমুদুর রহমান রাজেস, রাহুল শাহরিয়ারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম।

