জন্মভূমি রিপোর্ট
খুলনা-২ আসনের সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী, জাতীয় ক্রীড়া ভাষ্যকার ফোরামের সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি ড. সাঈদুর রহমানের শয্যাপাশে খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল। মঙ্গলবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ড. সাঈদুর রহমানের সাথে দেখা করেন, তার শারীরিক ও চিকিৎসার খোঁজ-খবর নেন এবং ডাক্তারদের সাথে কথা বলেন তিনি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী জাহিদ হোসেন, কাউন্সিলর মো: হাফিজুর রহমান হাফিজ, মো: মুজিবুর রহমান, মো: মিজানুর রহমান, তাজদিকুর রহমান জয়, মো: ইমরান হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত বুধবার (৬ জুলাই) রাতে ঢাকা থেকে খুলনায় আসার পথে খুলনা-ঢাকা মহাসড়কের মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিনিসহ গাড়ির চালক বশিরউল মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
ড. সাঈদুরের শয্যাপাশে সেখ জুয়েল
Leave a comment