বিজ্ঞপ্তি : দেশের শীর্ষস্থানীয় বাজার গবেষণা প্রতিষ্ঠান ডাটাস্কেপ রিসার্চ অ্যান্ড কনসালটেন্সি লিমিটেড-এর আয়োজনে মঙ্গলবার বিকেল ৩টায় ব্র্যাক সেন্টারে “The Future of Insights: Bridging Traditional and Digital Age” শীর্ষক মার্কেট রিসার্চ কনক্লেভ অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী পর্বে প্রতিষ্ঠানটির ডিরেক্টর–ইনোভেশন এন্ড ইনসাইটস জনাব আবদুল্লাহ আল মামুন স্বাগত বক্তব্য রাখেন। এরপর “Winning Consumer Attention in a Noisy World” বিষয়ক প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন আবুল খায়ের গ্রুপ–এর হেড অব রিসার্চ জনাব ওয়ালিউল মুতাসিম মতিন।
দ্বিতীয় পর্বে ডাটাস্কেপ একাডেমির সিইও জনাব মোশাররফ হোসেন সংক্ষিপ্ত অভিবাদন জানান এবং 이어 “How Consumer Decision‑Making Has Evolved in the Digital Era: Trust, Influencer Impact & Real‑Time Engagement” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আবদুল্লাহ আল মামুন।
পরবর্তীতে “Inflation and Brand Loyalty: Navigating Consumer Choices in Uncertain Times” বিষয়ক প্যানেল আলোচনায় অংশ নেন
জনাব তানভীর আনোয়ার (হেড অব মার্কেটিং, ডাবর বাংলাদেশ)
জনাব ভাস্কর কুমারদে (হেড অব মার্কেটিং, গোদরেজ বাংলাদেশ)
প্রফেসর ড. শেখ মোহাম্মদ রফিউল হক (আইবিএ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)
জনাব মাহমুদুন নবী (ডিরেক্টর, ডাটাস্কেপ রিসার্চ এন্ড কনসালটেন্সি লিমিটেড)
প্যানেল সঞ্চালনা করেন জনাব মীর শাহাদাত হোসেন, সহ-প্রতিষ্ঠাতা ও সিইও, বিটনিক মার্কেটিং কমিউনিকেশনস। অতিরিক্ত অতিথি বক্তা ছিলেন জনাব শামিম জামান, মার্কেটিং ডিরেক্টর, বার্জার পেইন্টস বাংলাদেশ।
অনুষ্ঠানে ডাটাস্কেপ প্রথমবারের মতো স্মার্ট প্যানেল চালু করার ঘোষণা দেয়, যেখানে দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের থেকে বাজারভিত্তিক ডেটা সংগ্রহ করা হবে। শেষে প্রতিষ্ঠানটির পরিচালকবৃন্দ আবদুল্লাহ আল মামুন, মেহেদি হাসান, হাবিবুর রহমান ও জুলফিকার মইন অতিথিদের হাতে ক্রেস্ট তুলে দেন এবং জনাব মাহমুদুন নবী সমাপনী বক্তব্য রাখেন। পুরো কনক্লেভ পরিচালনা করেন মেহেদি হাসান ও মোঃ হাবিবুর রহমান।