
ক্রীড়া প্রতিবেদক ; গত ২১ মার্চ শেষ হওয়া বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের তৃতীয় আসরে অংশ নিয়েছে দক্ষিণ আমেরিকার দল আর্জেন্টিনা। খেলেছে ইংল্যান্ড-পোল্যান্ডের মতো ইউরোপের দেশও। আফ্রিকার দেশ কেনিয়া তো খেলছে প্রতি আসরেই। বাংলাদেশের জাতীয় খেলা এখন ছড়িয়ে যাচ্ছে বিশ্বময়। আগামীতে কাবাডি খেলা বিস্তৃত হবে আরো দেশে। বাংলাদেশের জাতীয় খেলার এই বিশ্বায়ন লাল-সবুজ দেশের জন্য গর্বেরই।
নিজেদের জাতীয় খেলায় আন্তর্জাতিকমঞ্চে বাংলাদেশ একটু পিছিয়ে পড়লেও জাঁকজমকতার দিক দিয়ে ছাড়িয়ে যাচ্ছে সব দেশকে। এই জনপ্রিয়তা কাজে লাগিয়ে কাবাডি বিশ্বে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান এশিয়ান কাবাডি ফেডারেশনের সহসভাপতি, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পুলিশের উপমহাপারিদর্শক হাবিবুর রহমান।
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি, ঘরোয়া প্রতিযোগিতা এবং ভবিষ্যত পরিকল্পনাসহ কাবাডির উন্নয়নের নানা বিষয়ে হাবিবুর রহমান বলেন, ঢাকা হবে বিশ^ কাবাডির রাজধানী। আমাদের কাবাডি ভেন্যুটা আন্তর্জাতিক মানের নয়। যে কারণে, আমরা বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি আয়োজন করি শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে। আমরা দলগুলোর অনুশীলনের জন্যও সেভাবে ভালো ব্যবস্থা করতে পারিনি। একেক দলকে ১ ঘন্টা সময় দিয়েছিলাম। এক দল অনুশীলন করেছে, আরেকদল লাইনে দাঁড়িয়েছিল। দেখতেও খারাপ লেগেছে। যে কারণে আমরা আন্তর্জাতিক মানের ভেন্যু তৈরির জন্য কেরানীগঞ্জে একটা জায়গা দেখে এসেছি। বিষয়টি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল মহোদয়ও অবগত আছেন।