
তালা প্রতিনিধি : ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে গত রোববার যোগদান করেছেন। তিনি সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শিরাশুনী গ্রামের বাসিন্দা। তার সদ্যপ্রয়াত পিতা আবু তালেব মোড়ল ছিলেন তেঁতুলিয়া ইউনিয়নের
সাবেক চেয়ারম্যান ও চুকনগর দিব্য পল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। চারভাই-বোনের মধ্যে মোঃ আসাদুজ্জামান পিতা-মাতার ২য় সন্তান। এদিকে শুক্রবার ঢাকাস্থ তালা উপজেলা সমিতির পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তালা উপজেলা সমিতির সভাপতি রেজাউল হক রেজাসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে একপুত্র ও এককন্যা সন্তানের জনক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আসাদুজ্জামান সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত