জন্মভূমি ডেস্ক : ‘একতরফা’ নির্বাচনের তফশিল বাতিল না হলে গণজাগরণ গণঅভ্যুত্থানে পরিণত হবে বলে হুঁশিয়ারি দিয়েছে গণতন্ত্র মঞ্চ। বুধবার দুপুরে পল্টন মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এ হুঁশিয়ারি দেন।
সাইফুল হক বলেন, সরকারকে বলছি- এখনো সময় আছে এই নির্বাচনি খেলা বন্ধ করুন। ইতিহাস থেকে কেউ কখনো শিক্ষা নেয় না। যদি সোজা পথে না হাঁটেন যে জনগণ জেগে ওঠেছে আপনারা ৭ তারিখ পর্যন্ত যেতে পারবেন কিনা সন্দেহ আছে।
তিনি বলেন, মানুষ রাজপথে দাঁড়াবে, জেগে ওঠবে, প্রতিবাদ করবে। প্রতিরোধের টেউ প্রতিদিন এখন শক্তিশালী হবে, গণজাগরণ গণঅভ্যুত্থানের একটি রাস্তা তৈরি করবে। গণতন্ত্র মঞ্চ রাজপথে আছে, রাজপথে আপনাদের সঙ্গে নিয়ে বিজয় অর্জন না হওয়া পর্যন্ত সেই লড়াইটা আমরা চালিয়ে যাব।
সাইফুল হক বলেন, প্রধান নির্বাচন কমিশনারের অনতিবিলম্বে সরকারকে বলা উচিত- দেশকে একটা বিপদের মধ্য দিয়ে কোনোভাবেই তারা যেতে দিতে পারেন না। আগামী নির্বাচনের পাঁয়তারা গোটা দেশকে, ১৭ কোটি মানুষকে বিপদের মধ্যে ফেলে দেবে।
তিনি বলেন, তারা (ইসি) কি করতে পারে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে? তারা যেটা করতে পারেন- এ রকম একটা সংঘাত-সংঘর্ষের নির্বাচনের দায় না নিয়ে, দেশকে বিপদে ফেলার দায় না নিয়ে, দেশকে গৃহযুদ্ধের ঠেলে দেওয়ার দায় না নিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব থেকে (ইসি) সরে যেতে পারে।
এক দফা তফশিল বাতিলসহ সরকারের পদত্যাগের দাবিতে অষ্টম দফার ধারাবাহিক অবরোধ কর্মসূচি উপলক্ষে বেলা সাড়ে ১১টায় বিজয়নগর-তোপখানা সড়কে মিছিল শেষে পল্টনে মোড়ে এ সংক্ষিপ্ত সমাবেশ হয়।