জন্মভূমি ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কোনো সংঘাতের আশঙ্কা দেখছেন না ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
তিনি বলেছেন, রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে।
বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে দুপুরে হঠাৎ নির্বাচন ভবনে আসেন ডিএমপি কমিশনার। সাক্ষাৎ করেন সিইসিসহ অন্য কমিশনারদের সঙ্গে।
তফসিল ঘোষণা হলে কয়েকটি রাজনৈতিক দল তা প্রতিহত করতে ইসি ঘেরাও কর্মসূচি দিয়েছে- এ বিষয়ে ডিএমপি কমিশনারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক আছে। নগরবাসীর নিরাপত্তার জন্য যা করার তা করা হচ্ছে। আমরা কোনো আশঙ্কা করছি না।
ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, পুলিশ তাই করবে। আন্দোলনের নামে কোনো নৈরাজ্য বা বিশৃঙ্খলা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন হলে পুলিশ সে আন্দোলনে সহযোগিতা করবে।
উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সন্ধ্যা ৭ টায় বলে জানিয়েছেন ইসি সচিব। সেই অনুযায়ী এখন প্রস্তুতি নিচ্ছে কমিশন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত