
জন্মভূমি রিপোর্ট : তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবুল কাশেমকে স্মরণ ও সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় স্থানীয় একটি হোটেলের নিজস্ব কার্যালয় এর আয়োজন করা হয়।
সভাপতিত্ব করেন সাবেক অধ্যক্ষ আইনজীবী লতিফুর রহমান লাবু। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শেখ জাহিদুল ইসলাম। বক্তৃতা করেন আইনজীবী বজলুর রহমান, আকতার জাহান রুকু, এফ এম আকতার হোসেন, অধ্যাপক জাকির হোসেন, সিরাজ উদ্দিন সেন্টু, মো. দাউদ ও গোলাম মোস্তফা। ১৯৪৭ সালের পয়েলা সেপ্টেম্বর অধ্যক্ষ আবুল কাশেম এই সংগঠন প্রতিষ্ঠা করেন।
এসময় সাবেক মন্ত্রী আইনজীবী আমজাদ হোসেন ও মমিন উদ্দিনের আত্মার মাগফেরা আলোচনার পর নতোরা জান এবং সংগঠনের প্রধান উপদেষ্ঠা সাবেক মেয়র সিরাজুল ইসলামের সুস্থতা কামনা করা হয়।