জন্মভূমি রিপোর্ট : জলবায়ুর প্রভাবে নগরে স্থানান্তরিত অভিবাসী ও দরিদ্র পরিবার সমূহের অভিযোজিত জীবন-জীবিকার উন্নয়নে ছাগল পালন প্রকল্পের অধীনে তরঙ্গ শ্রমজীবী সমবায় সমিতির সদস্যদের দিনব্যাপী রিফ্রেশার ট্রেনিং অন ম্যানেজমেন্ট ও লীডারশীপ ডেভেলপমেন্ট’র প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নগরীর বয়রাস্থ আঞ্চলিক সমবায় ট্রেনিং ইনস্টিটিউটে এর আয়োজন করা হয়।
ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (বি এম জেড) এর যৌথ অর্থায়নে এবং বাংলাদেশ রিজিলিয়েন্ট এন্ড লাইভলি হুড প্রোগ্রামের আওতায় (জিআই জেড) এর আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন নগরীর রায়ের মহলস্থ ১৪ নং ওয়ার্ড এলাকায় ১১৪টি পরিবারে এবং অন্যান্য ৫টি ওয়ার্ডের ৯টি স্লামে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ২০১৮ সালের নভেম্বর মাসে প্রকল্পটির আওতায় রায়েরমহল এলাকার জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ ৫৯টি পরিবারকে ২টি করে মা ছাগল ও ছাগল পালনের জন্য মাচাসহ ছাগলের ঘর প্রদান করে। ২০২১ সালের নভেম্বর মাসে এই ৫৯টি পরিবার জেলা সমবায় অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হয়ে তরঙ্গ শ্রমজীবী সমবায় সমিতি লিঃ নামে একটি সমবায় সমিতি পরিচালনা শুরু করে। সমিতিটি সঠিক নিয়মে পরিচালনা এবং সমিতিটিকে টেকসইকরণের জন্য ওয়েভ ফাউন্ডেশন এই প্রশিক্ষণের উদ্যোগ গ্রহন করে।
এই সময়ে তরঙ্গ সমবায় সমিতি বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। সমিতির উদ্যোগে গরু ও ছাগলের বর্জ্য হতে ভার্মি কম্পোষ্ট সার প্রস্তÍত করা, পলিথিনের ব্যবহার কমাতে কাপড় ও চটের ব্যাগ প্রস্তÍত । সমিতির উদ্যোগে সঞ্চয় আদায় করে তারা লক্ষাধিক টাকা সঞ্চয় জমা করেছে। এ পর্যন্ত উৎপাদিত ছাগলের সংখ্যা প্রায় ৬৩০টি। এর মধ্যে ২১০টি ছাগল ১২ লাখ ৬০ হাজার ২শ’ টাকায় বিক্রি করেছে। এ সকল পরিবারগুলোতে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি নারীর ক্ষমতায়ন ও শিশু শিক্ষার হারও বৃদ্ধি পেয়েছে।
প্রধান অতিথি ছিলেন জিআই জেড এর এ্যাডভাইজার আতিয়ার রহমান। প্রশিক্ষ ছিলেন আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মাসুদা পারভীন ও আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষক শশাংক শেখর রায়, রাধাকান্ত ঘোষ। উপস্থিত ছিলেন ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প ম্যানেজার সোহেলী সুলতানা এবং ফিল্ড সুপারভাইজার উজ্জ্বল কুমার সানা।