জন্মভূমি ডেস্ক : গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী সামাজিক মাধ্যমে স্বামী সংগীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও শবনম বুবলীকে জড়িয়ে গুরুতর অভিযোগ এনেছেন। তিনি জানিয়েছেন, তাপসের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বুবলীর।
নিজের ফেসবুকে মুন্নী লিখেছেন, তাপস আর বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়েছে। বুবলী আমার পরিবার ধ্বংস করেছে। ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয়ে তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে!
তবে পোস্টটি বেশিক্ষণ রাখা হয়নি মুন্নীর ফেসবুকে। একটু পরই তা মুছে দেওয়া হয়। এদিকে ওই পোস্টের স্ক্রিনশট এরইমধ্যে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
এ প্রসঙ্গে গানবাংলা সূত্র থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়, কে বা কারা ফারজানা মুন্নীর ফেসবুক আইডি হ্যাক করে ওই স্ট্যাটাস দিয়েছেন। হ্যাকার সনাক্তের কাজ করা হচ্ছে বলে জানায় সূত্রটি। তবে এ প্রসঙ্গে বুবলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া দেননি তিনি।
এদিকে ফারজানা মুন্নীর প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস সম্প্রতি দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। এর একটি ‘খেলা হবে’। এতে অভিনয়শিল্পী হিসেবে আছেন বুবলী ও পরীমণি। এটি নির্মাণের দায়িত্বে আছেন তানিম রহমান অংশু।