জন্মভূমি ডেস্ক : বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার প্লান্টের ২ নং গেইট থেকে আনুমানিক পাঁচ কেজির বেশি তামার তার মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে ৩ আনসার সদস্যরা।
৩ আনসার ব্যাটালিয়নের রামপাল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত একটায় বিদ্যুৎ কেন্দ্রের মূল ফটকে একজন মোটরসাইকেল চালক ও তার সহযোগী ২ নং গেইট থেকে বেরিয়ে যাবার সময় তল্লশী করে। তল্লাশি কালে মোটরসাইকেলের সিট কভারের ভিতরে পাঁচ কেজি তামার তারসহ আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, ফকিরহাটের মিনার মল্লিকের ছেলে প্রিতম মল্লিক ও দিপাল মল্লিকের ছেলে দীপন মল্লিক। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মুল্য পাঁচ হাজার টাকা এবং (প্লাটিনাম) মোটরসাইকেলের মূল্য ৫০ হাজার টাকা প্রায়।
ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ জানান. রাষ্ট্রীয় সম্পদ চুরির সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষেও সিদ্ধান্ত মোতাবেক উদ্ধারকৃত মালামালও মোটরসাইকেলসহ চোরকে পুলিশে সোপর্দ করা হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত