
ক্রীড়া প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের আগে চোটের কারণে দল থেকে ছিটকে যাওয়া দিয়ে শুরু। সেরে ওঠলেও শতভাগ ফিট না হয়েই খেলেন আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে যার তীব্র সমালোচনা করেন বিসিবি সভাপতি। এরপর সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণাই দেন তামিম ইকবাল। তবে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তিনি অবসর ভেঙে আবার ফিরেছেন। আর এমন ঘটনায় হাস্যরসে দেখা পেয়েছে আইপিএলের দল রাজস্থান রয়্যালস।
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবার পর গতকাল শুক্রবার মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তামিম, সেখানে তার সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা এবং বিসিবি সভাপতি।
প্রধানমন্ত্রীর অনুরোধে পরে অবসর ভেঙে আবার ফেরার ঘোষণা দিয়েছেন দেশসেরা ওপেনার। তিনি বলেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বাসায় দাওয়াত করেছিলেন। ওনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি এই মুহূর্তে আমার অবসর তুলে নিচ্ছি।’
এদিকে তামিমের ফেরায় ভক্তদের মত উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেক আন্তর্জাতিক ক্রিকেটারও। ক্যারিবিয় কিংবদন্তী ইয়ান বিশপ বলেন, তামিম ফেরায় আমি খুব খুশি। আমার চোখে বাংলাদেশের সর্বকালের সেরা দুই ব্যাটারের একজন সে।
টাইগারদের মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমও জানিয়েছেন নিজের উচ্ছ্বাসের কথা, বলেন, ‘এর চেয়ে খুশির খবর আর হতেই পারেনা। আমরা আবার একসাথে খেলতে পারবি জেনে খুব ভালো লাগছে।’
তবে আইপিএলের দল রাজস্থান অবশ্য তামিমের এমন ফেরা নিয়ে হাস্যরসের দেখাই পেয়েছে। এ নিয়ে টুইটারে একটি ছবিও প্রকাশ করেছে তারা।ছবির ক্যাপশনে তামিমের ফেরাকে ২০২৩ সালের সবথেকে দ্রুততম বিষয়ের একটি হিসেবে উল্লেখ করেছে তারা। সংযুক্ত ছবিতেও বেশ সৃজনশীলতার পরিচয় দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
ছবিতে দেখা যায়, আইপিএল ফাইনালে মহেন্দ্র সিং ধোনির দ্রুততম সময়ে করা শুভমান গিলকে করা স্টাম্পিং, আরেক অংশে আছে যশ্বসী জয়সোয়ালের করা দ্রুততম সেঞ্চুরির ছবি, তৃতীয় অংশে অ্যাশেজে মার্ক উডের করা ১৫২ কিমি গতির বলে উসমান খাজাকে বল্ড করা ছবি। আর চতুর্থ অংশে জুড়ে দিয়েছে তামিমের একটি ছবি। এর মাধ্যমে তারা তামিমের অবসর নিয়ে আবার ফিরে আসাকে সবথেকে দ্রুততম হিসেবে দেখিয়ে হাস্যরস করে তারা।