
ডেস্ক রিপোর্ট : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ৩০০ ফিটের সভামঞ্চ এলাকায় সাজ সাজ রব। সেখানে গণসংবর্ধনা মঞ্চের প্রস্তুতি চলছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবেন। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারেক রহমানকে দেখার জন্য কর্মীরা আগেভাগেই ঢাকায় এসে পৌঁছেছেন। সভাস্থলে দলীয় পতাকা, জাতীয় পতাকা হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন কর্মীরা।
তারা বলছেন, দীর্ঘদিন ১৭ বছর পর দলের কাণ্ডারির আগমন তাদের সব সংশয় কাটিয়ে আশার সঞ্চার করেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপস্থিতিতে আগামী নির্বাচনে বিএনপিকে ঐক্যবদ্ধ করে বিজয়ের বন্দরে পৌঁছে দেবে। সকাল থেকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে আনন্দ উৎসবে দিনটি স্মরণীয় করে ইতিহাসের সাক্ষী হতে দলীয় কর্মীদের উপস্থিতি বাড়ছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে নেতাকর্মীদের দীর্ঘ অপেক্ষার অবসান হবে। সেখান থেকে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন। এরপর পূর্বাচলে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন।

