
তালা প্রতিনিধি : বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে তালা উপজেলার বাগমারা গ্রামের শিক্ষক আজাদ আলী শেখের বসতঘরের সামনের রান্না ঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার রাতে উক্ত ঘটনায় ঐ শিক্ষকের প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। সরোজমিন ঘুরে দেখা গেছে, গোয়াল ঘরে থাকা একটি ছাগল পুড়ে যায়। এছাড়া থেকে ১০/১২টি হাঁস মুরগি মারা যায়। শুধু তাই নয় গোয়াল ঘরের ও রান্নাঘরের টিনের চাল বিভিন্ন জায়গায় বড় বড় ছিদ্র হয়ে যায়। শিক্ষক শেখ আজাদ হোসেন জানান, গভীর রাতে দেখা যায় আগুনে লেলিয়ান শিখা। সঙ্গে সঙ্গে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে দেয়া হয়। এই সময় আমরা চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে এসে যে যার মত পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ সময় একটি ছাগল মারা যায় ও ১০/১২টি হাঁস মুরগি মারা যায় এবং মুহূর্তের মধ্যে সব ছাই হয়ে যায়। খবর পেয়ে ওই গ্রামের লোকজন ঐ শিক্ষকের বাড়িতে ভীড় জমান।

