তালা প্রতিনিধি : তালা উপজেলার কেএমএসসি কলেজিয়েট ইনস্টিটিউশন’র অধ্যক্ষ মো. রাশীদুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বালিয়াদহ গ্রামে প্রতিষ্ঠানের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোল্লা মনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোল্যা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গাজী এরফান আলী, সাবেক শিক্ষার্থি জিএম শাহীন, এসকে ফরহাদ হাসান, মোড়ল আসাদুজজামান, সরদার রিজওয়ান, মোড়ল আবুল কাশেম, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন, মাহফুজুর রহমান, গাজী মাজেদ আলী, বাগমারা ইউপি সদস্য শফিকুল ইসলাম, শফিকুল ইসলাম (ভুট্টো) ও আশরাফুল আশিদ সুমন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, অনিয়ম এবং দুর্নীতিগ্রস্ত অধ্যক্ষ রাশীদুল ইসলাম ২০০২ সালে যোগদান করেন। তারপর থেকে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানটি তিনি ধংসের দ্বরপ্রান্তে নিয়ে গেছেন। ১৮৯৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যাপীঠে নেই শিক্ষার মান, ভবন সংকট, মেয়েদের কমনরুম নেই, সেনেটারি ব্যবস্থার বেহাল দশা, নিয়োগ বাণিজ্য, প্রাইভেট বাণিজ্য, লাইব্রেরির দুরাবস্থা ও সুপেয় পানি সংকটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। ঐতিহাসিক ভাবে এ অঞ্চলের নামকরা ১২৬ বছরের পুরাতন এই প্রতিষ্ঠান আজ অন্তরসার শূন্য! এই বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্যের টাকা দিয়ে অধ্যক্ষ রাশীদুল ইসলাম সাতক্ষীরাসহ এলাকায় প্রায় ১০ একর জমি কিনেছেন।
বক্তারা বলেন, ২০১০ সালে প্রতিষ্ঠানটি এসএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে চালু হয়। চলতি বছর পরীক্ষার গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) একই প্রতিষ্ঠানে শেখ হাফিজুর রহমান (৫১) নামের এক অনিয়মিত শিক্ষার্থিকে এসএসসি পরীক্ষার সুযোগ করেদেন। যার রোল নং-৭৮৫৪৮২ এবং রেজি নং-২১১৩৩০৯১৪৩। সে মাগুরা গ্রামের শেখ আব্দুল হামিদ এর ছেলে। পরীক্ষা চলাকালে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট মো. মাসুদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ২০০টাকা জরিমানা এবং ১০দিনের কারাদন্ড প্রদান করেন। অধ্যক্ষের এইসব দুর্নীতির কারনে শিক্ষা প্রতিষ্ঠানটির ভাবমূর্তী ক্ষুন্ন হচ্ছে এবং এসব বিষয়ে প্রতিকার করার কথা বললে তিনি তা গুরুত্ব দেন না বলে বক্তারা অভিযোগ করেন। বক্তারা-অদক্ষ ও দূর্নীতিবাজ অধ্যক্ষ রাশীদুল ইসলামকে অবিলম্বে অপসারণ করার জন্য প্রশাসনের নিকট দাবী করেন এবং না মানলে কর্মসূচি চলমান থাকবে বলে জানান।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত