তালা প্রতিনিধি : তালায় অধিক চাহিদা সম্পন্ন এবং অনলাইনে বিক্রয়যোগ্য পণ্য সম্পর্কিত ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। প্রযুক্তিতে অভিগম্যতা বৃদ্ধির মাধ্যমে বিপদাপন্ন জনগোষ্ঠীর জীবিকা উন্নয়ন-প্রকল্পের অধিন, বেসরকারি সংস্থা দলিতের আয়োজনে, দাতা সংস্থা ক্রিশ্চিয়ান এইডের সহযোগিতায় সোমবার (২৭ মে) উপজেলা প্রাণিসম্পদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়। দলিতের ফাইনান্স এন্ড এডমিন কৃষ্ণপদ দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালার কুমিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি’র ব্যবসায় প্রসাশন বিভাগ’র সহকারী অধ্যাপক এস কে মারুফুর রহমান। দলিতের টেকনিক্যাল সাপোর্ট অফিসার আনজুমান আরার পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে তালা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, দলিতের ম্যানেজার অডিট এন্ড মনিটরিং উত্তম কুমার দাস, কম্পিউটার প্রশিক্ষক পবিত্র দাস, সোস্যাল মোবিলাইজার সুশান্ত দাস, হাব অপারেটর দেবব্রত দাস, উপকারভোগী রলি রানী দাস, বন্ধনা রানী দাস, স্বপন দাস, নরেন পাল, স্বপ্না বিশ্বাস ও কাকুলি দাস প্রমুখ বক্তব্য রাখেন। সভায় দলিতের উপকারভোগী ১৮ জন নারী ও ১৯জন পুরুষ উপস্থিত ছিলেন।