তালা প্রতিনিধি : ‘অনলাইন জুয়া ও মাদককে না বলি, খেলার মাঠে ফিরে আসি’ এই সেøাগানকে সামনে রেখে ররিবার বিকালে তালা উপজেলার সেনপুর বাজারে অনলাইন জুয়া ও মাদক প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মফিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত খান। মোস্তফুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানার ওসি তদন্ত মো. আব্দুুল কাসেদ আলী, কুমিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, অধ্যক্ষ রফিকুল ইসলাম, সহযোগি অধ্যাপক মো. রবিউল ইসলাম, মিজানুর রহমান, মফিদুল ইসলাম মফি, মওদুদ আহমেদ মধু, আব্দুুল মালেক, প্রভাষক আব্দুল ওহাব শিক্ষক এনামুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত