তালা প্রতিনিধি : রবিবার (২৯ ডিসেম্বর) সকালে তালা ভূমিজ ফাউন্ডেশন অফিস কক্ষে উপজেলা অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এম জে এফ এর সহযোগিতায় ও ভূমিজ ফাউন্ডেশনের সমতার জন্য লড়ি (সজল) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা। সভাপতিত্ব করেন অন্ত্যজ পরিষদের সভাপতি সরস্বতী দাস। সভায় উপস্থিত ছিলেন রুলফাউ পরিচালক আফজাল হোসেন, অন্ত্যজ পরিষদের উপদেষ্টা সাংবাদিক গাজী জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সমতার জন্য লড়ি (সজল) প্রকল্পের ইভেন্ট অর্গানাইজার মহাদেব দাস, তারেক সরকার, শ্যামল দেবনাথ , দে অঞ্জন কুমার প্রমুখ।
সভায় অংশগ্রহণকারীরা তালা উপজেলায় অন্ত্যজ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং তা সমাধানের পথ খুঁজ বের করেন। এছাড়া অন্ত্যজ জনগোষ্ঠির অধিকার ,মানবাধিকার মানুষের সরকারী- বেসরকারী সেবায় অর্ন্তভূক্ত করার চেষ্টা করেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত