তালা প্রতিনিধি : তালা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শনিবার (১৭ জুন) সকালে শিল্পকলা একাডেমী হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, এড. আব্দুস সামাদ, খুরশিদ আলম, পিএম গোলাম মোস্তফা, সৈয়দ জুনায়েদ আকবর, প্রণব ঘোষ বাবলু, মীর জাকির হোসেন, বিশ^াস আতিয়ার রহমান, কাজী মমিনুল বারী চান্টু, শাহাবুদ্দীন বিশ^াস, মীর মহাসিন, জেবুনেচ্ছা খানম প্রমুখ। সভায় সংগঠন আরও গতিশীল করার পাশাপাশি দলীয় বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।