
তালা প্রতিনিধি : তালা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শনিবার (৯ সেপ্টেম্বর) কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম। দলের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমারের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, লায়লা পারভীন সেঁজুতি, বিশ্বজিৎ সাধু, মীর জাকির হোসেন, খোরশেদ আলম, মো. সুজায়েদ আলী মাস্টার, শেখ আব্দুস সামাদ, জুনায়েদ আকবার, অধ্যাপক সন্তোষ বিশ্বাস, কাজী মারুফ, পিএম গোলাম মোস্তফা পাড়, মো. ইকবাল হোসেন, মোজাফফর রহমান, শাহ আলম টিটু, মীর মহাসিন আলী, মোসলেম উদ্দিন, আবির হোসেন রনি, মেহেদী হাসান বাবু, মো. মাহফুজুর রহমান মধু, শেখ মনজুরুল ইসলাম, শেখ শাহিদুজ্জামান পাইলট, সুজল নন্দী, মুরশীদা পারভিন পাপড়ি, জেবুন্নেছা খানম, পুতুল, শাহাবুদ্দিন বিশ্বাস, সভায় সাংগঠনিক বিভিন্ন আলোচনা করা হয় এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।