তালা প্রতিনিধি : সাতক্ষীরা তালা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকির হোসেনসহ ২জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে তালা থানা পুলিশ বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে পৃথক অভিযানে তালা বাজার থেকে তাদেরকে আটক করে।
তালা থানার পুলিশ জানান, গত ২৭ নভেম্বর জালালপুর ইউনিয়নে একটি চাঁদাবাজী মামলায় তালা বাজারে মীর আব্দুল মালেকের ছেলে মীর জাকির হোসেন (৫২) ও শাহাপুর গ্রামের শেখ ওহেদ আলীর ছেলে ইসহাক আলীকে (৫৫) আটক করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান আটকের বিষয় নিশ্চিত করে বলেন তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত