তালা প্রতিনিধি : তালা উপজেলার পল্লীতে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রায় ৫০টি মেহগনি গাছের চারা আগাছানাশক দিয়ে মেরে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনাটি ঘটেছে তালা উপজেলার পাঁচরোখী গ্রামে। এ ঘটনায় স্থানীয় পুলিশ ক্যাম্পে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থ পরিবার।
তালা উপজেলার পাঁচরোখী গ্রামের মৃতঃ ছিয়ামদ্দিন গোলদারের পুত্র সোহরাব গোলদার জানান, আমার বসতবাড়ীর পিছনে প্রায় ৫০টি বড় বড় মেহগনি চারা রোপন করি। জমি-জমা নিয়ে আমার ভাই আবুল হোসেনের সাথে আমার বিরোধ চলছে। কিছুদিন পূর্বে আমার ভাইপো আব্দুল্লাহ গাছ কেটে নষ্ট করার হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। রোপনকৃত গাছগুলি ২ বছরের প্রায় ১০/১২ ফুট লম্বা হয়েছে। সম্প্রতি গাছগুলি মরতে শুরু করায়, আমি গাছের কাছে গিয়ে দেখি গাছের গোড়ায় পোড়া-শুকনো দাগ হয়ে গেছে। গাছের গোড়ার মাটিতে কেরোসিনের গন্ধ পেয়ে লোকজনকে দেখালে সকলেই বলছে আগাছা নাশক বা ঐ ধরণের বিষ দিয়ে গাছ মেরে ফেলা হয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত আবুল গোলদারের পুত্র আব্দুল্লাহ জানায়, বিরোধ থাকলেও আমি কোন গাছ মারিনি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত