
তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। শীত আসার আগেই মাঠজুড়ে এখন ফুলকপি, বাঁধাকপি, মুলা, টমেটো, বেগুন ও শিমের সবুজ সমারোহ। আগাম চাষে খরচ কম, লাভ বেশি হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি। কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত দুই বছরে তালায় আগাম সবজি চাষ বেড়েছে প্রায় ৩০ শতাংশ।
তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ১ হাজার ৬৯০ হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির শীতকালীন সবজি এবং ১৬৫ হেক্টর জমিতে কপি চাষ করা হয়েছে। উপজেলার খলিলনগর, তালা সদর,মাগুরা ও ইসলামকাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা গেছে, কৃষকরা মুলা, বেগুন, করলা, ঢেঁড়স, পটল, শিম, মিষ্টিকুমড়া, বাঁধাকপি, ফুলকপি, লাউ, গাজর, লালশাক, পুইশাকসহ নানা প্রজাতির সবজি চাষ করেছেন। এ বছর সবজির দাম ভালো থাকায় কৃষকদের আগ্রহও বেড়েছে। উপজেলার বিভিন্ন হাটে প্রতিদিনই বিক্রি হচ্ছে এসব সবজি, যা স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে ঢাকাসহ বড় শহরে। কৃষক আবুল কাশেম জানান, “বিঘাপ্রতি চার-পাঁচ হাজার টাকা খরচে বিক্রি হবে প্রায় ২০-২৫ হাজার টাকার সবজি।” অন্য কৃষক আব্দুর রহমান, জাকির হোসেন ও সুমন রায় জানান, আগাম ফুলকপি ও বাঁধাকপি বিক্রি করে তারা ভালো লাভ পাচ্ছেন। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, “আগাম সবজি চাষ এখন কৃষকদের বড় আয়ের উৎসে পরিণত হয়েছে। ফলন ও দাম ভালো থাকায় চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।”

