
তালা প্রতিনিধি : তালা উপজেলার খেশরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামে অগ্নিকান্ডে দরিদ্র উত্তম ওরফে পটু ঘোষের গোয়ালঘর ও রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতের ঘটনায় গোয়ালঘরের একটি গরু আগুনে পুড়ে আহত হয়েছে।
ভুক্তভোগী উত্তম ঘোষ জানান, তিনি রাতের বেলায় বালিয়া বাজারে ছিলেন। এই সময়ে তার স্ত্রী পাশের বাড়িতে টেলিভিশন দেখছিলেন। আচমকা গোয়ালঘর ও রান্না ঘরে আগুন ধরে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে উত্তম ঘোষ বাড়িতে এসে নিজের ঘর দু’টি পুড়ে যাওয়ার দৃশ্য দেখেন। তিনি অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা সুযোগ বুঝে আগুন ধরিয়ে থাকতে পারে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত