তালা প্রতিনিধি : তালা উপজেলার বালিয়ায় আগুনে পুড়ে যাওয়া দুই শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ভুক্তভোগী দুই শিশু হলো তালা উপজেলার বালিয়া গ্রামের আরিফুল গাজীর মেয়ে আরিফা খাতুন (৭) ও মোমিন জোয়াদ্দারের ছেলে সাব্বির জোয়ার্দার (৩)। রবিবার ওই দুই শিশুর বাড়িতে গিয়ে তাদের শারীরিক খোঁজখবর শেষে এ সহায়তা তুলে দেন তালা উপজেলা ও খেশরা ইউনিয়নের জামায়াতের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব জামায়াতের ক্রিড়া সম্পাদক মো. আলী হুসাইন, খেশরা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. শিমুল হোসেন, সেক্রটারি মো. মেহেদি হাসান ও ৬নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল আজিজসহ স্থানীয় নেতৃবৃন্দ।