তালা প্রতিনিধি : তালায় আনিশা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) ক্লিনিক সংলগ্ন তালা বিদে স্কুলের পুরাতন বলফিল্ড মাঠ সংলগ্ন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ক্লিনিকের উদ্বোধন করেন এডিশনাল ডিআইজি শ্যামল মূখার্জী। আনিশা ক্লিনিকের প্রধান উপদেষ্টা দীবা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ তাজউদ্দীন আহমে¥দ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুস সালাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, জেলা পরিষদ সদস্য ইন্দ্রজিৎ দাশ বাপী,তালা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাংবাদিক মীর জাকির হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আনিশা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফারুক হোসেন জোয়ার্দ্দার।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত