তালা প্রতিনিধি : তালায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপক্ষ্যে শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরষিদ চত্বর হতে একটি র্বণাঢ্য র্যালি বরে করা হয়। র্যালি শেষে তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিনের সভাপতিত্বে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার যতি শংকর মন্ডল, শিক্ষক শেখ মোঃ জাহাঙ্গীর, সাসের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার বিএম হাবিবুর রহমান প্রমুখ। এ সময় উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত