
তালা প্রতিনিধি : সাতক্ষীরার তালায় দৈনিক আমার সংবাদ পত্রিকা সাহসিকতার ১যুগে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১ টায় তালা প্রেসক্লাবের হলরুমে আমার সংবাদ পত্রিকার প্রতিনিধির আয়োজনে আমার সংবাদ প্রত্রিকার কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে ও আমার সংবাদের প্রতিনিধি সেকেন্দার আবু জাফর বাবুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোর্য়াদ্দার, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, প্রেসক্লাবের সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, এম এ ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সেলিম হায়দার, সাংবাদিক শফিকুল ইসলাম, তাপস সরকার,ইউপি সদস্য সেলিম হোসেন, শেখ সাজ্জাত হোসেন প্রমুখ।