
তালা/পাটকেলঘাটা প্রতিনিধি : তালা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে পাটকেলঘাটা ইমারত শ্রমিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয় প্রধান নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ মিলনের সভাপতিত্বে ফলাফল ঘোষণা করা হয়। এ সময় অতিথি হিসাবে বক্তব্য রাখেন সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, সহকারী নির্বাচন কমিশনার আলহাজ্ব শেখ শাহবাজ আলী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী নির্বাচন কমিশনার শিক্ষক মুজিবর রহমান। আলোচনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আবুল কালাম আজাদ মিলন। ঘোষিত ফলাফলে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত প্রতিনিধিরা হলেন সভাপতি গাজী সুজাউদ্দীন,সাধারণ সম্পাদক শেখ আবু দাউদ,সিনিয়র সহ-সভাপতি হজরত আলী মোড়ল,সহ-সভাপতি সিরাজুল ইসলাম, রজব আলী মোল্যা,আরমান আলী মোড়ল,যুগ্ম সাধারণ সম্পাদক আলফাজ হোসেন বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক মুসা সরদার,আফছার আলী মোড়ল,ভগীরথ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন,সহ-সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন,আতিকুর হাসান,প্রচার সম্পাদক জিয়াউর রহমান খান,কোষাধ্যক্ষ ইকবল হোসেন,দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন,কার্যনির্বাহী সদস্য ফারুক হোসেন, সুমন শেখ,আমিনুর রহমান।